top ads

কক্সবাজারে পানিতে ডুবে দুজনের মৃত্যু, নিখোঁজ ২, পানিবন্দি ৫০ গ্রাম সহ আরো ।

 


কক্সবাজারে ভারী বৃষ্টির কারণে পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে এবং আরও দুজন নিখোঁজ রয়েছেন। বৃষ্টি এবং পাহাড়ি ঢলের ফলে জেলার অন্তত ৫০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।


কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ তোফায়েল হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজারে ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত আরও কয়েকদিন চলবে বলে আশঙ্কা করা হচ্ছে।


রামু উপজেলার ঈদগড়ে দুপুরের দিকে পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া গর্জনিয়ায় উজানের পাহাড়ি ঢলের স্রোতে দুই যুবক ভেসে গেছেন বলে জানিয়েছেন রামু থানার ওসি মো. আবু তাহের দেওয়ান।


মৃতরা হলেন- ঈদগড় ইউনিয়নের বৈদ্যপাড়া এলাকার চাচিং রাখাইন (৫৫) এবং গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছড়ি এলাকার আমজাদ হোসেন (২২)। নিখোঁজদের মধ্যে রয়েছেন- রামুর ফতেখাঁরকূল ইউনিয়নের মো. জুনাইদ (১০) এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার রবিউল আলম (৩৫)।


গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল জব্বার জানান, আমজাদ হোসেন কবরস্থান সড়ক পার হতে গিয়ে পানির স্রোতে ভেসে যায় এবং পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। রবিউল আলমও বাঁকখালী নদীর স্রোতে ভেসে গেছেন বলে খবর পাওয়া গেছে। তার ওয়ার্ডের ২৫০টি পরিবার পানিবন্দি রয়েছে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এবং অনেকের রান্নার ব্যবস্থা নেই। তিনি নিজ উদ্যোগে খাবার সরবরাহের চেষ্টা করছেন।


উপজেলার গর্জনিয়া, কচ্ছপিয়া, কাউয়ারখোপ ও জোয়ারিয়ানালা ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। বাঁকখালী নদীর ভাঙনে এই এলাকার বাসিন্দারা ঝুঁকির মধ্যে রয়েছেন।


রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, আকস্মিক বন্যার কারণে রামুর বিভিন্ন স্থানে পানি বেড়ে গেছে। পরিস্থিতি মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। রামুর অন্তত ৩০টি গ্রাম এখন পানির নিচে রয়েছে।


এদিকে, বৃষ্টির ফলে কক্সবাজার-টেকনাফ সড়ক প্লাবিত হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। উখিয়া ও টেকনাফের ১০টি গ্রামের মানুষও পানিবন্দি অবস্থায় রয়েছে।


পেকুয়া উপজেলার আরও ১০টি গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে। সেখানে কিছু কিছু স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। কক্সবাজারের প্রধান নদী বাঁকখালী ও মাতামুহুরির পানি বিপৎসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.