top ads

সড়ক অবরোধ: রাজধানী ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগ বন্ধ

 

বেতন ও বকেয়ার দাবিতে গাজীপুরে শ্রমিক আন্দোলনের কারণে রাজধানী ঢাকা ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ, ২৩ আগস্ট শুক্রবার, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মাহমুদ জিনস লিমিটেডের তৈরি পোশাক কারখানায় এই আন্দোলন শুরু হয়। শ্রমিকরা মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন, ফলে উত্তরবঙ্গের সঙ্গে বাস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং হাজার হাজার যানবাহন সড়কে আটকে যায়।

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ তাদের তিন মাস ধরে বেতন প্রদান করছে না এবং পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতনের দাবিতে গত বুধবার বিকেলে শ্রমিকরা বিক্ষোভ করে। বিক্ষোভের পর, বৃহস্পতিবার কর্তৃপক্ষ বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করা হয়নি। ফলে, রাতেই শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। আজ সকালে শ্রমিকরা কাজের জন্য কারখানায় যান এবং বেতন দাবি করে বিক্ষোভে অংশ নেন, এরপর তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.